বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

ব্যাচেলর-মাস্টার্স-পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্ক

স্কলারশিপ ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ পঠিত
ব্যাচেলর-মাস্টার্স-পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্ক

৩ বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি, ২ বছর মেয়াদী মাস্টার্স ও ৩ বছর মেয়াদী পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্ক সরকার। এই স্কলারশিপে বাংলাদেশসহ পৃথিবীর যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

ডেনমার্ক সরকারের এই স্কলারশিপের অধীনে যেসকল ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা যাবে, সেগুলো হলো- আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন (আইটিইউ), ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ), কোপেনহেগেন বিসনেস স্কুল (সিবিএস), আলবর্গ ইউনিভার্সিটি (এএইউ), রিস্কিলড ইউনিভার্সিটি (আরইউসি), টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (ডিটিইউ), ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন (ইউসিপিএইচ) ও এয়ারহোস ইউনিভার্সিটি (এইউ)।

যোগ্যতা : এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে এতে বয়সের কোন বাধা-ধরা নেই। তবে যে ইউনিভার্সিটি এবং যে বিষয়ে আবেদন করতে চান, সেখানে ভর্তির যোগ্যতা থাকতে হবে। সাধারণত, যেকোনো ডেনিশ ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে ৬০% মার্কস থাকতে হয়।

আইএলটিএস স্কোর : ব্যাচেলর প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ এবং মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ দিয়ে এই স্কলারশিপে আবেদন করার সুযোগ নেই।

বিদেশে উচ্চশিক্ষার আরও খবর : নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

আবেদনে যা যা লাগবে : আবেদনকারীর পাসপোর্ট, ছবি, একাডেমিক পেপারস, দুইটি রেফারেন্স লেটার, স্টেটমেন্ট অব পারপাস, ওয়ার্ক এক্সপেরিএন্স (যদি থাকে), একাডেমিক আইএলটিএস স্কোর, সিভি ও অন্যান্য কাগজপত্র।

আবেদনের শেষ তারিখ: যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন তার উপর নির্ভরশীল।
সেশন: সেপ্টেম্বর, ২০২৩।

সুযোগ-সুবিধা: টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক ভাতাও প্রদান করা হবে।

এই বৃত্তি সংক্রান্ত আরও তথ্য জানতে এই লিংকে প্রবেশ করুন : https://studyindenmark.dk/study-options/scholarships

স্কলারশিপের আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited