বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকেরই পছন্দের তালিকার শীর্ষ দেশগুলো মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ফলে অনেকেই সুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার চেষ্ঠায় থাকে। তাদের জন্য সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন (ইপিএফএল) স্নাতক ও স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ফেলোশিপের সুযোগ দিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের শিক্ষার্থীরাও এ ফেলোশিপ করতে পারবেন।
সুইজারল্যান্ডের ইপিএফএল স্কলারশিপের আওতায় যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
* চারুকলা, স্থাপত্যবিদ্যা, জেনারেল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত ও পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি।
* বিএসসি, বিটেক, এমএসসি, এমটেক, বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশনস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
আরও স্কলারশিপের খবর : পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার
সুযোগ সুবিধা
* মাসিক ১ হাজার ৬০০ সুইস ফ্রাংক ভাতা দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
* আবাসনের সুবিধা প্রদান।
* ভ্রমণ ভাতা দেওয়া হবে।
* ফ্রি এয়ার টিকিটের সুবিধা প্রদান (ইকোনমি ক্লাস)।
* গবেষণা ভাতা ৩ হাজার ২০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে / স্নাতক প্রোগ্রামের কমপক্ষে প্রথম বছর শেষ করতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে। তবে আইইএলটিএস বা টোফেল স্কোরের প্রয়োজনীয়তা নেই।
* কাজের অভিজ্ঞতা আছে, এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন : জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ: হামবোল্ট রিসার্চ ফেলোশিপ
প্রয়োজনীয় কাগজপত্র
* সিভি বা জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্নাতক পর্যায়ের সার্টিফিকেট ও মার্কশিট।
* দুইটি রেফারেন্স লেটার।
* মোটিভেশন লেটার।
* আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের স্ক্যানকপি।
সুইজারল্যান্ডের ইপিএফএল স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্য পেতে ও আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন : https://www.epfl.ch/education/studies/en/financing-study/grants/
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২২।
⇒ স্কলারশিপ সংক্রান্ত সব তথ্য পেতে এখানে ক্লিক করুন