ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে স্থায়ীভাবে প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর/ট্রান্সলেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদের জন্য বেতন দেওয়া হবে ১ লাখ ১০ টাকা। ২৪ জানুয়ারি এই পদে আবেদনের শেষ সময়।
একজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান বা ইংরেজি বিষয়ে স্নাতক।
এছাড়া কোনো আন্তর্জাতিক/বেসরকারি/সরকারি প্রতিষ্ঠানের মিডিয়া আউটলেটে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও চাকরির খবর : একাধিক পদে বিসিএস কর একাডেমিতে চাকরি
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে। নির্বাচিত প্রার্থীর নিয়োগ হবে স্থায়ীভাবে। বেতন ছাড়াও রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা।
ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের লিংক থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন: https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_ref=qlfmdfjnpt0&returnToSearch=true&jnum=42345&orgId=157
⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে