শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

বিশ্ব মান দিবস-এর আদ্যেপান্ত

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৫১ পঠিত
বিশ্ব মান দিবস-এর আদ্যেপান্ত
বিশ্ব মান দিবস-এর আদ্যেপান্ত

আজ ১৪ অক্টোবর, সারাবিশ্বে পালিত হচ্ছে ৫৫তম বিশ্ব মান দিবস ২০২৪। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। আসুন আজকে বিশ্ব মান দিবস-এর আদ্যোপান্ত জেনে নেই …

দিবসের নাম : World Standards Day – বিশ্ব মান দিবস।

প্রতিপাদ্য : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ (২০৩০ সাল পর্যন্ত)।

দিবস পালনের দিন : প্রতি বছর ১৪ অক্টোবর।

ইতিহাস : ১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে ২৫টি দেশের প্রতিনিধি একত্রিত হয়ে বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য মান প্রণয়ন কার্যক্রমকে সমৃদ্ধ করতে আন্তর্জাতিক মান সংস্থা সৃষ্টির লক্ষ্যে সম্মত হন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়।

আরও পড়ুন : বিশ্ব ডিম দিবস সম্পর্কিত তথ্য

বিশ্ব মান দিবস সম্পর্কিত আরও তথ্য :

  • বিশ্বব্যাপী এসডিজি’র গোলগুলোকে প্রধান্য দিয়ে আগামী ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে মান দিবস পালন করা হবে।
  • এ বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে।
  • ১৯৭০ সালে প্রথম দিবসটি পালিত হয়।
  • ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মান সংস্থা / International Organization for Standardization (ISO)। আইএসও’র সদরদপ্তর সুইজারল্যন্ডের জেনেভায়। সদস্য দেশ ১৬৭টি।
  • মান প্রণয়নের বর্তমান অবস্থার বিভিন্ন দিকের উপর ভিত্তি করে প্রতি বছর মান দিবসের একটি প্রতিপাদ্য নির্ধারণ করে।
  • ISO সদস্যভূক্ত দেশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বাংলাদেশে দিবসটি উদযাপন করা হয়।

 লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited