বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

বিনা খরচে দক্ষিণ কোরিয়ায় মাস্টার্স-পিএইচডি করার সুযোগ

এডুকেশন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৪২ পঠিত
বিনা খরচে দক্ষিণ কোরিয়ায় মাস্টার্স-পিএইচডি করার সুযোগ
বিনা খরচে দক্ষিণ কোরিয়ায় মাস্টার্স-পিএইচডি করার সুযোগ

দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপে ২ বছরের মাস্টার্স ও ৪ বছর মেয়াদী পিএইচডি ডিগ্রি করার সুযোগ দিচ্ছে। যে কোনো বয়সীরা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়ন করার সুবিধা পাওয়া যাবে সম্পূর্ণ বিনা বেতনে। রয়েছে ভর্তি ফি মওকুফের সুবিধা। মাসিক ভাতা বাবদ মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের ১ লাখ ৪০ হাজার দক্ষিণ কোরিয়ান ওয়ান (প্রায় ১০ হাজার বাংলাদেশি টাকা) ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ২ লাখ ৯৫,০০০ দক্ষিণ কোরিয়ান ওয়ান (প্রায় ২১ হাজার বাংলাদেশি টাকা) দেওয়া হবে।

খাবারের জন্য শিক্ষার্থীদের ১ লাখ দক্ষিণ কোরিয়ান ওয়ান মাসিক ভাতা দেওয়া হবে। মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা প্রতি বছরে ৩ লাখ ৪০ হাজার বাংলাদেশি টাকা এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ৮ লাখ ৭৫ হাজার বাংলাদেশি টাকা পাবে।

এছাড়া বিনা খরচে আবাসন সুবিধা প্রদান ও শতকরা ৮০ ভাগ ব্যক্তিগত স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হবে। রয়েছে বার্ষিক মেডিকেল চেকআপের সুবিধা। কোরিয়া যাওয়ার একমুখী ফ্লাইটের জন্য প্রতিদানও প্রদান করা হবে।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে ৩ বছর মেয়াদী পিএইচডিতে স্কলারশিপ

মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক ডিগ্রী লাগবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর লাগবে ৬.৫। তবে মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ থাকলে আইএলটিএস স্কোর ছাড়াও আবেদন করা যাবে, তবে তাদের শর্তসাপেক্ষে ভর্তিপত্র প্রদান করা হবে। কোরিয়া যাওয়ার পর প্রথম ৬ মাসের মধ্যে তাদের আইএলটিএস স্কোর জমা দিতে হবে। অন্যথায় বাতিল হয়ে যেতে পারে ভর্তি।

বিনা খরচে দক্ষিণ কোরিয়ায় যেসব বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করা যাবে

Artificial Intelligence & Robotics, Big Data and Cloud Computing, Biomedical Informatics, Circuits and Systems, Cybersecurity, Energy Systems and Sensors, Photonics and Nanotechnology, Signal and Information Systems, Semiconductor and Optoelectronic Materials, Nano-electronics Materials, Organic Materials for Optoelectronics, Biomaterials, Robotics & Control, Visual Computing, Micro/ Nano-Engineering, Medical Engineering, Signal Processing & Microwave Electronics Engineering, Earth and Climate Change, Sustainable Energy, Water Science & Engineering, Cell & Molecular Biology, Biochemistry & Biophysics, Neuroscience & Developmental Biology, Immunology, Optics, Plasma Physics, Condensed Matter Physics, Particle Physics, Biomedical Imaging & Photonic Therapeutic, Micro/ Nano Medical Devices & Robotic Surgery, Medicinal & Chemical Biology ও Bio-material & Tissue Engineering ।

আবেদন করতে প্রয়োজন- আবেদনকারীর ছবি, আবেদনকারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন (ইংরেজি), একাডেমিক পেপারস (নোটারাইজড কপি), মোটিভেশন লেটার, আবেদনকারীর সিভি, রেফারেন্স লেটার দুইটি (ইউনিভার্সিটির ফর্মে), আইএলটিএস অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ রিসার্চ প্রপোজাল (পিএইচডি) এবং অন্যান্য পেপারস (যদি থাকে)।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবেদনকারী শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক : https://www.gist.ac.kr/iadm/

আবেদনের শেষ তারিখ ১৫ই এপ্রিল, ২০২৩।

⇒ বিদেশে উচ্চশিক্ষার সব খবর পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited