বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশের জাতীয় পতাকার আদ্যেপান্ত

এডুকেশন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩১১ পঠিত
বাংলাদেশের জাতীয় পতাকার আদ্যেপান্ত

১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ বাংলাদেশ। পেয়েছি একটি লাল সবুজের মানচিত্র। এবার বাংলাদেশের জাতীয় পতাকার আদ্যেপান্ত পাঠকদের সুবিধার জন্য প্রশ্ন আকারে তুলে ধরছি, যেভাবে সাধারণত চাকরির পরীক্ষা আসে…

১. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার কে?
— প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান।
২. জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
— সানাউল হক, শিব নারায়ণ দাস ও ইউসুফ সালাউদ্দিন যৌথভাবে।
৩. জাতীয় পতাকা প্রথম কোথায় তৈরি হয়?
— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং রুমে।
৪. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
— ২ মার্চ, ১৯৭১।
৫. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
— তৎকালীন ডাকসু ভি. পি. আ.স.ম. আব্দুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে।
৬. বাংলাদেশের জাতীয় পতাকার রং কেমন?
— গাঢ় সবুজ মাঝে লাল বৃত্ত।
৭. প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা কেমন ছিল?
— সবুজ বর্ণের মাঝে লাল বৃত্ত এবং লাল বৃত্তের মধ্যে সোনালী রঙে বাংলাদেশের মানচিত্র।
৮. বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস কোনটি?
— ২ মার্চ।
৯. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
— ১০: ৬।
১০. শেখ মুজিবুর রহমান কবে, কোথায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন?
— ১৯৭১ সালের ২৩ মার্চ, নিজ বাসভবনে।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের সীমানা, সদর দপ্তর ও সেক্টর কমান্ডারদের নাম

১১. বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোথায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
— কোলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।
১২. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের পতাকার মিল আছে?
— জাপান ও পালাউ।
১৩. কোলকাতাস্থ হাইকমিশনে কে, কবে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন? অথবা বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম কবে কার দ্বারা উত্তোলন করা হয়?
— ১৯৭১ সালের ১৮ এপ্রিল কোলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এম. হোসেন আলী।
১৪. মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?
— শিব নারায়ণ দাস।
১৫. জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা..’ প্রথম গাওয়ার সঙ্গে জাতীয় পতাকা কবে, কোথায় ও কে উত্তোলন করেন?
— ৩ মার্চ, ১৯৭১ সালে পল্টনের জনসভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রনেতা শাহজাহান সিরাজ।

এক নজরে বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

১৬. কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
— স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, বিপ্লব ও সংহতি দিবস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অন্য
যেকোন দিবসে।
১৭. জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য কী?
— লাল রংয়ের ভরাট বৃত্তটি স্বাধীনতার প্রতীক। উজ্জ্বল ঘন সবুজ তারুণ্যের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলার প্রতীক।
১৮. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসভায়।
১৯. বাংলাদেশের জাতীয় পতাকার আকার কিরূপ?
— আয়তকার।
২০. কোন কোন পদের ব্যক্তিগণ গাড়ি বা জলযানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন?
— রাস্ট্রপতি, প্রধানমত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা, চীফ হুইপ, ডেপুটি
স্পিকার, মন্ত্রীর মর্যাদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকগণ।
২১. বিমানে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন কে কে?
— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

⇒ চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited