ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ৮২ বছর বয়সে তিনি মারা যান। আজ আমরা কিংবদন্তি ফুটবলার পেলের আদ্যোপান্ত জানবো।
পুরো নাম : এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু (এদসন আরান্তেস দো নাসিমেন্তো)
জন্ম : ২৩ অক্টোবর ১৯৪০
জন্ম স্থান : ত্রেস কোরাকোয়েস, ব্রাজিল
মৃত্যু : ২৯ ডিসেম্বর ২০২২
মৃত্যুর স্থান : সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল, মরম্বি, সাও পাওলো, ব্রাজিল।
উচ্চতা : ১.৭৩ মিটার (৫ ফু ৮ ইঞ্চি)।
খেলার মাঠে অবস্থান : ফরোয়ার্ড (অ্যাটাকিং মিডফিল্ডার)।
বিশ্বকাপ জয় : ৩ বার। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে। ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে।
একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেন ৭৭টি গোল।
১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন পেলে।
১৯৭৭ সালে ফুটবলকে বিদায় নেন এই কিংবদন্তি।
১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে।
২০০০ সালে ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে ফিফার ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ (শতাব্দীর সেরা খেলোয়াড়) নির্বাচিত হন।
২০১৬ সালে পেলের জীবন কাহিনী নিয়ে ‘পেলে: বার্থ অব অ্যা লিজেন্ড’ নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়।
⇒ লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন