বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

নিউজিল্যান্ডে ৩ বছর মেয়াদী পিএইচডিতে স্কলারশিপ

স্কলারশিপ ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ পঠিত
নিউজিল্যান্ডে ৩ বছর মেয়াদী পিএইচডিতে স্কলারশিপ

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অবস্থিত ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে ৩ বছর মেয়াদী পিএইচডি কোর্সের সুযোগ পাচ্ছে বিদেশী যেকোনো দেশের শিক্ষার্থীারা।

১৮৯৭ সালে পার্লামেন্টের আইন দ্বারা প্রতিষ্ঠিত ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর গবেষণাকে উৎসাহিত করতে তাদের পিএইচডি অধ্যয়নে বৃত্তি প্রদান করছে।

একাডেমিক যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়। নিউজিল্যান্ড এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় যে সব সুবিধা দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে আছে- বিনাবেতনে পড়াশুনার সুযোগ। প্রতি বছরে থাকা-খাওয়া বাবদ ২৭ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার ( ১৬ লাখ বাংলাদেশি টাকা) প্রদান করা হবে।

আবেদন করতে হলে- যে বিষয়ে আবেদন করতে চান, সে বিষয়ের প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়া পূরণ করতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা লাগবে। আর এ জন্য আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ড স্কোর লাগবে ৬.৫। প্রতিটি সেকশনে অন্তত ৬.০ থাকতে হবে।

বিদেশে উচ্চশিক্ষার আরও খবর : ব্যাচেলর-মাস্টার্স-পিএইচডি পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্ক

আর যা লাগবে- আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি, আবেদনকারীর সিভি, রেফারেন্স লেটার দুইটি, স্টেটমেন্ট অব পারপাস, আইএলটিএস স্কোর, একাডেমিক পেপারস, রিসার্চ প্রপোজাল ও অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন করার বিষয়সমূহের মধ্যে আছে- Doctor of Philosophy, Doctor of Education, Doctor of Health, Doctor of Midwifery, Doctor of Musical Arts ও Doctor of Nursing।

উচ্চ মানের গবেষণার জন্য লাগবে সম্ভাব্যতা প্রদর্শন করা বা অভিজ্ঞতা। শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চ মানের জার্নালে প্রকাশনার রেকর্ড প্রয়োজন হবে। আবেদনকারীর গবেষণার আগ্রহ দরকার। ভিক্টোরিয়া রিসার্চ স্কলারশিপ কমিটি পূর্ণাঙ্গ নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করবেন।

আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সকল নির্দেশনা মোতাবেক আবেদন করবেন। আবেদনের লিংক https://www.wgtn.ac.nz/scholarships/current/wellington-doctoral-scholarships

আবেদনের শেষ তারিখ ১ জুন, ২০২৩।

স্কলারশিপের আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited