নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে ১০ বছরে বড় পরিবর্তন দেখতে পাবো উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী ৫ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো। আর ১০ বছর পর বড় পরিবর্তন দেখতে পাবো।
১০ অক্টোবর সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কন্যা শিশু দিবস উপলক্ষে ‘এক্সপ্লোরিং এটিচিউড টুয়ার্ডস জেন্ডার নর্মস এমং দ্যা ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক।
ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে। এর মধ্য দিয়ে তাদের পরিবারে চিন্তাগুলো চলে যাবে, চর্চাগুলো চলে যাবে। তার মধ্য দিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।
কন্যা শিশুদের অধিকার নিয়ে তিনি বলেন, নারীর অবস্থা, অবস্থান, পড়াশোনা, তার অধিকার, পোশাকের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সম্পত্তির অধিকার ও ধর্ষণ নিয়েও কথা আছে। যতক্ষণ পর্যন্ত সমাজ মনে করবে ধর্ষণ হলে ধর্ষিতার সম্ভ্রমহানি ঘটে, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলতে থাকবে। এটা একটা হাতিয়ার হিসেবে কেউ না কেউ ব্যবহার করবে।
মন্ত্রী বলেন, কুকুর কামড় দিলে সম্ভ্রম যায় না, কিন্তু ধর্ষিত হলে সম্ভ্রম যায়। নিশ্চয় সম্ভ্রম নারীর কোনো বিশেষ অঙ্গে থাকে না। অতএব ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।