আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে কর্মমুখী ১২ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স। ২১ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
পিজিডি কোর্সগুলো হলো- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, অন্ট্রাপ্রেনারশিপ, ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, ফার্মিং টেকনোলজি, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সিকিউরিটি ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি ও ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট।
আরও পড়ুন : দেশে আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম চালু হচ্ছে
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নতুন কোনো কলেজে অনার্স (স্নাতক) চালু হচ্ছে না।
তিনি আরও জানান, আইসিটি, এন্ট্রাপ্রিনিউরশিপ ও সফট স্কিল— এই তিন বিষয় ডিগ্রি ও অনার্সে বাধ্যতামূলক করা হবে।
⇒ লেখাপড়া সংক্রান্ত সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন