সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। আবার শ্রীলঙ্কারও জাতীয় ফুল শাপলা। সেখানে অবশ্য এই ফুলটির নাম ভিন্ন। আসুন আজ বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা সম্পর্কিত জানা-অজানা তথ্য জেনে নেই।
সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে। তাই শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের পয়সা, টাকা ও দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে।
আরেকটি কারণ হলো, বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই সারা দেশে শাপলা পাওয়া যায়। দেশের আনাচে-কানাচে নদী, খাল-বিল, হাওড়-বাওড় ও পুকুর-ডোবা ছড়িয়ে আছে। আর এখানে সারা বছর প্রচুর শাপলা ফোটে।
শাপলা শ্রীলঙ্কারও জাতীয় ফুল। তবে সাদা নয়, নীল শাপলা। শ্রীলঙ্কায় এটি ‘নীল মাহানেল’ নামে পরিচিত। শ্রীলঙ্কার ভাষায় নীল থেকে এ ফুলকে ইংরেজিতে অনেক সময় ‘ব্লু লোটাস’ বলা হয়। দেশটির বিভিন্ন পুকুর ও প্রাকৃতিক হৃদে এ ফুল ফোটে। ওখানকার বৌদ্ধদের বিশ্বাস গৌতম বুদ্ধের পায়ের ছাপে পাওয়া ১০৮টি শুভ চিহ্নের মাঝে একটি ছিল এই শাপলা ফুল।
এ সম্পর্কিত প্রশ্নোত্তর
বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
– শাপলা (সাদা রঙের, পানিতে ভাসমান)।
শাপলা ফুলের ইংরেজি নাম কী?
– Water Lily.
বিশ্বে কত ধরনের শাপলা ফুল আছে?
– প্রায় ৫০ প্রজাতির।
সাদা রঙের শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কী?
– Nymphaea Nouchaili.
আরও পড়ুন: বাংলাদেশের ক্রীড়াসঙ্গীত
বাংলাদেশের জাতীয় ফুল কোন বর্ণের শাপলা?
– সাদা বর্ণের।
বাংলাদেশে কত প্রজাতির শাপলা ফুল আছে?
– বাংলাদেশে সাধারণ ৪ প্রজাতির শাপলা দেখা যায়। (সাদা, হলুদ, লাল ও নীল)
জাতীয় ফুল শাপলা কোন প্রজাতির অন্তর্ভুক্ত?
– নিম্ফিয়া আলবা লিন (Nymphaea alba Linn).
শাপলার কয়টি প্রজাতি রয়েছে ও কী কী?
– ৪টি যথা- ১. নিম্ফিয়া লোটাস, এল (পন্ড লিলি বা শালুক শাপলা), ২. নিম্ফিয়া রুব্রা রক্সব (রেড ওয়াটার লিলি, বা রক্ত কমল), ৩. নিম্ফিয়া স্টিলেটা ওয়াইল্ড (ব্লু ওয়াটার লিলি, বা নীল শালুক), ৪. নিম্ফিয়া আলবা লিন (হোয়াইট লিলি বা সাদা শাপলা)।
⇒ চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন