রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ( রাজউক ) বাস্তবায়নাধীন ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ৭ পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
সহকারী প্রকৌশলী (পুর) পদে ৫জনকে ৯ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। প্রারম্ভিক বেতন হচ্ছে ৩৬,১০০ টাকা। প্রতি বছর মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা। প্রারম্ভিক মূল বেতনের ২০% একটি নববর্ষ ভাতা দেওয়া হবে।
সহকারী স্থপতি পদে ১ জন নবম গ্রেডে ৩৬,১০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। প্রতি বছর রয়েছে প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা ও প্রারম্ভিক মূল বেতনের ২০% একটি নববর্ষ ভাতা।
উপ সহকারী প্রকৌশলী (পুর) পদে ১৪ জনকে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন নির্ধারণ করা হয়েছে ২৭,৬০০ টাকা। বছরে মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা ও মূল বেতনের ২০% একটি নববর্ষ ভাতা দেওয়া হবে।
আরও চাকরির খবর : একাধিক পদে বার কাউন্সিলে চাকরি
বৈদ্যুতিক উপ সহকারী প্রকৌশলী পদে ১ জনকে দশম গ্রেডে ২৭,৬০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। বছরে মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা ও বেতনের ২০% একটি নববর্ষ ভাতা দেওয়া হবে।
উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জনকে দশম গ্রেডে ২৭,৬০০ টাকায় নিয়োগ দেওয়া হবে। বছরে প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং ২০% একটি নববর্ষ ভাতা দেওয়া হবে।
উপ সহকারী পদে ১জনকে দশম গ্রেডে ২৭,৬০০ টাকায় নিয়োগ দেওয়া হবে। বছরে মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা ও মূল বেতনের ২০% একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।
কানুনগো পদে ১৪ জনকে দশম গ্রেডে ২৭,৬০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। বছরে মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা ও একটি নববর্ষ ভাতা মূল বেতনের ২০% দেওয়া হবে।
রাজউকে চাকরিতে আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদপত্র পাঠানো যাবে। আবেদনপত্র পাঠাতে হবে পূর্বাচল নতুন শহর প্রকল্প, রাজউক এনেক্স ভবন (৮ম তলা), রাজউক ভবন, মতিঝিল, দিলকুশা, ঢাকা-১০০০-এই ঠিকানায়।
বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে