বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন যারা

রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫১ পঠিত
২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন যারা
২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন যারা

বরাবরের মত ২০২৪ সালেও চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের নানা ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেয়া হয়েছে।

১. চিকিৎসাশাস্ত্র: ৭ অক্টোবর মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতেছেন ২ মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন।

২. পদার্থবিজ্ঞান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য ৮ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী জন জে. হপফিল্ড এবং কানাডার বিজ্ঞানী জিওফ্রে ই. হিন্টন।

৩. রসায়ন: প্রোটিনের গঠন এবং নকশা সংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার, যুক্তরাজ্যের ডেমিস হ্যাসাবিস এবং জন এম. জাম্পার ৯ অক্টোবর রসায়নে নোবেল পেয়েছেন।

৪. সাহিত্য: সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং সাহিত্যে নোবেল লাভ করেন ১০ অক্টোবর।

৫. শান্তি: ১১ অক্টোবর জাপানি সংস্থা নিহন হিডানকিও পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যর মাধ্যমে পরমাণু অস্ত্রের ব্যবহার যে মানবতাবিরোধী কাজ, তা তুলে ধরার জন্য নোবেল পেয়েছে। নিহন হিডানকিও হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলায় বেঁচে থাকা ব্যক্তিদের নিয়ে গঠিত একটি তৃণমূল পর্যায়ের আন্দোলন, যা ‘হিবাকুশা’ নামে পরিচিত।

৬. অর্থনীতি: সমাজের প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য ১৪ অক্টোবর নোবেল পেয়েছেন ৩ আমেরিকান অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।

এ বছর নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ ঘোষণা অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited