বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

যেভাবে গুগল থেকে আয় করা যাবে

ফ্রিল্যান্সিং ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ পঠিত
যেভাবে গুগল থেকে আয় করা যাবে
গুগল

বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেটভিত্তিক সেবাদান প্রতিষ্ঠান গুগলে শুধু চাকরি করলেই আয় করা যায় বিষয়টি এমন নয়। গুগল থেকে যে কেউ চাইলেই এটির ব্যবহারবিধি জেনে এখান থেকে আয় করতে পারেন। আর এ প্রক্রিয়ার মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হলো গুগল সার্চ। গুগল সার্চের মাধ্যমে করা যায় আয়।

গুগল থেকে আয় করার সহজ কিছু পদ্ধতি দেওয়া হলো আজ-

ইউটিউব থেকে আয়: গুগলের প্রতিষ্ঠান জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে সুন্দর ও সাবলীল কিছু ভিডিও আপলোড করে আয় করা যায়। তবে আপলোডকৃত ভিডিও হতে হবে নিজের। এতে কোনো প্রকার কপি করা যাবেনা। বিভিন্ন ধরনের ভিডিও এতে শেয়ার করা যায়। যেমন রান্নার ভিডিও, পড়াশুনা ও শিক্ষামূলক ভিডিও, অনলাইন কোর্সের ভিডিও আপলোড করা যায়। যে সব ভিডিও মানুষের পছন্দের তালিকায় থাকে। যে সব ভিডিও মানুষ দেখে। যত মানুষ দেখবে, সেই ভিউয়ের উপর নির্ভর করে করা যাবে আয়।

খেয়াল রাখতে হবে এ সব ভিডিও থেকে যেনো মানুষ কিছু শিখতে পারে বা জানতে পারে। ইউটিউবে নিজের পণ্যের ভিডিও করে তা প্রচার ও বিক্রির মাধ্যমে করা যায় আয়।

এছাড়া ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পনসরশিপ নিয়ে করা যায় আয়। স্পনসরশিপ এ কাজ করে গুগল থেকে আয় করার পাশাপাশি সেই কোম্পানি থেকেও পাওয়া যায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ।

ইউটিউব থেকে আয় করতে হলে, প্রথমেই খুলতে হবে একটি ইউটিউব চ্যানেল। এরপর একের পর এক ভিডিও আপলোড করতে হবে। যতো ভিউ বাড়বে, তত বাড়বে আয়।

গুগল এডসেন্স থেকে আয়: এক ধরনের মধ্যস্থতাকারী ওয়েবসাইট গুগল এডসেন্স। এর মাধ্যমে বিভিন্ন এড দেখানো হয়। ওয়েবসাইট বা ইউটিউবে এড দেখিয়ে সেখান থেকে প্রাপ্ত অর্থ থেকে গুগল থেকে আয় হয়। বিভিন্ন কোম্পানির থেকে টাকার বিনিময়ে অ্যাড দেখিয়ে গুগল টাকা আয় করে। গুগল অ্যাডসেন্স এর আয় থেকে টাকা দেয় গুগল। এই অ্যাড তারা যথাক্রমে ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখায়।

অনলাইন থেকে আয়ের আরও উৎস

⇒ ইউটিউবের শর্টস ভিডিও থেকেও আয় করবেন যেভাবে

গুগল এডসেন্সে থেকে আয় নির্ভর করে কার কেমন ভিজিটর বা ভিউ এর উপর। গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট মালিকদের ৬৮% এবং ইউটিউবারদের ৫১% লাভ দেয়। ধরা যাক একটি অ্যাড থেকে কোম্পানির থেকে গুগল ১০০ টাকা নিলে গুগল ৪৯ টাকা নিজে রাখে। বাকিটা দেয় ইউটিউবারকে।

একজন ইউটিউবারের ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল যখন জনপ্রিয়তা পায়, তখন সেখানে গুগল এডসেন্স যুক্ত করা যায়। সেখানে গুগল তাদের এড দেখায়। এই এড যখন কেউ দেখে বা ক্লিক করে তখন গুগল থেকে পাওয়া যায় অর্থ। এর জন্য প্রয়োজন গুগল এডসেন্স এর ওয়েবসাইটে গিয়ে নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলটি যু্ক্ত করা। একটি নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট একাউন্টে জমা হলে এডসেন্স কোড ভেরিফাই করতে হবে। তারপর আস্তে আস্তে গুগল থেকে আয় হতে থাকবে।

ব্লগিং করে আয়: ব্লগিং করেও আয় করা যায় গুগল থেকে। গুগলের একটা সার্ভিস হলো blogger। এ সব ব্লগে লিখে টাকা আয় করা যায়। বিভিন্ন টপিকে লেখা যায় ব্লগ। সেই টপিক সম্পর্কিত কিছু মানুষ গুগলে সার্চ দিলে তখন যেই লেখা দেখা যায় এর উপরে হয় আয়। তবে এক্ষেত্রে লেখার মান ভালো থাকতে হবে। লেখা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে।

বাংলা অথবা ইংলিশ দুটোই হতে পারে ব্লগিং। কোনো বিষয়ে লেখার আগে অবশ্যই তা নিয়ে রিসার্চ করতে হবে। লেখাটি যেন সুন্দর এবং তথ্যবহুল হয়। ব্লগিংয়ে আগে লাগবে একটি ডোমেইন ও ওয়েবসাইট।

থাকতে হবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান। নিজে লেখালিখি করতে হবে, আর তা নয় অন্যকে দিয়ে অর্থ দিয়ে লেখাতে হবে।

প্রথমে লেখককে blogger.com কম থেকে একটি ব্লগ খুলতে হবে। অন্য জায়গা থেকেও খোলা যেতে পারে। এরপর ব্লগের জন্য সুন্দর একটি নাম বাছাই করতে হবে। এরপর নিতে হবে একটি নির্দিষ্ট ডোমেইন। ওয়েবসাইট তৈরি করতে হবে। নিজে না পারলে ভালো কোনো ওয়েব ডেভোলপারের নিকট থেকে কম খরচে সাইট তৈরি করে নেওয়া যেতে পারে।

ফ্রিল্যান্সিং সম্পর্কিত আর তথ্য

→ কায়েস হোসেন: দক্ষ ফ্রিল্যান্সার গড়ার কারিগর

Google search Console এ এই ব্লগ সাইটটি সাবমিট করতে হবে। ব্লগে বিভিন্ন লেখালেখি শুরু করতে হবে। ব্লগে কন্টন্ট ও ভিজিটর বাড়লে অ্যাডসেন্সে আবেদন করতে হয়। অ্যাডসেন্সে আবেদন করার পর গুগল থেকে অর্থ আয় শুরু হয়। প্রতি মাসে কমপক্ষে ১০০ ডলার হলে গুগল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়।

গুগল এডমোব থেকে আয়: গুগল এডমোব এক ধরনের মোবাইল এডভারটাইজিং সার্ভিস। এটি মোবাইলের বিভিন্ন এপসের মধ্যে এড দেখায়। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওয়েবসাইটে অ্যাড দেখানো হয়। আর গুগল এডমোবের মাধ্যমে দেখানো হয় মোবাইল অ্যাপসে অ্যাড।

কোনো মোবাইল অ্যপস তৈরি করে সেখানে এড দেখিয়েও টাকা আয় করা যাবে। মোবাইলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের অ্যপস ডাউনলোড করি। এসব অ্যপস ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ধরনের এড দেখি। এড দেখানোর মাধ্যমেও অ্যপস এর প্রতিষ্ঠাতা টাকা পান। অ্যপস বানানোর পর তা অবশ্যই গুগল প্লে স্টোরে পাব্লিশ করতে হবে। প্লে স্টোরে পাব্লিশ না করলে বেশি মানুষের কাছে তা পৌঁছাবে না। সেই অ্যপস যত বেশি মানুষ ব্যবহার করবে ইনকামও তত বেশি হবে।

এক্ষেত্রে প্রথমে এডমোব ওয়েবসাইটে গিয়ে একটি আইডি খুলতে হবে। এরপর সেখানে নিজের তৈরি অ্যপস দিয়ে প্লে স্টোর পাব্লিশ অপশন ওপেন করে এড অপশন ক্লিক করতে হবে।

গুগল এডওয়ার্ড থেকে আয়: এড দেয়ার একটি মাধ্যম হলো গুগল এডওয়ার্ড। এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রোডাক্ট এর এড দেখানো যায়। এখান থেকে বিক্রিও করা যায়। এর মাধ্যমে বিজনেস পেইজ বা ওয়েবসাইটকে সবার সামনে নিয়ে আসা ও বিক্রি করা যায়। অ্যাড দেখানোর জন্য এখানে কিছু পরিমাণ অর্থও ব্যয় করতে হয়।

এ সংক্রান্ত আর খবর

জীবনে সফল হতে আমাদের করণীয়

অ্যাফিলিয়েট করা পণ্য এই এডওয়ার্ডের মাধ্যমে বিক্রিও করা যায়। ধরা যাক একটি পণ্যের দাম ২০,০০০ টাকা। এই পণ্য বিক্রি করলে ২,০০০ টাকা পাওয়া যায়। তো এক্ষেত্রে ১,০০০ টাকা এডওয়ার্ডে খরচও করা যায়। প্রথমেই এডওয়ার্ড ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলতে হয়। এরপর যেখানে এড দেখাতে হবে সেটি সিলেক্ট করে এডস অপশন চালু করতে হয়। এরপর এড দেখানোর মাধ্যমে গুগল থেকে আয় করা সম্ভব।

গুগল পে বা Gpay থেকে আয়: গুগল পে এক ধরনের পেমেন্ট অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করে অনলাইন পেমেন্ট করা যায়। এই অ্যাপস ব্যবহার করে টাকা আয় করা যায়। paypal, paytm এর মতো Gpay ও একটি অ্যাপস। বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন অফার দেওয়া হয়। সেই অফার মতো কাজ করলেও টাকা আয় হয়। এই অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, ব্যালেন্স ট্রান্সফারসহ বিভিন্ন কাজ করা যায়।

ব্যালেন্স ট্রান্সফার করেও বিভিন্ন স্ক্র্যাচ কার্ড পাওয়া যায়। বন্ধুদের এখানে ইনভাইট করেও আয় করা যায়। এখান থেকে আয় করতে হলে প্রথমে অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবেও ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এখানে একটি UPI PIN তৈরি হবে। এই পিনের মাধ্যমে পরবর্তীতে পেমেন্ট করা যাবে। এরপর এখানে বন্ধুদের ইভাইট করেও আয় করা যাবে।

⇒ ফ্রিল্যান্সিংয়ের আরও খবর জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited