বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সম্পর্কিত সব তথ্য

রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩২৪ পঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সম্পর্কিত জানা-অজানা সব তথ্য

বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম । অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও কারুকার্যময় এই মসজিদটি ঢাকার কয়েকটি স্থাপত্যকর্মের অন্যতম এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। আসুন আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সম্পর্কিত জানা-অজানা সব তথ্য জেনে নেই…

নাম: বায়তুল মোকাররম মসজিদ
অবস্থান: ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত।

বায়তুল মোকাররম মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা: শিল্পপতি আবদুল লতিফ ইব্রাহীম বাওয়ানি।তিনি প্রথম ১৯৫৯ সালে ঢাকায় একটি বিশাল গ্র্যান্ড মসজিদ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেন।
‘বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি’ কবে গঠিত হয়: ১৯৫৯ সালের ফেব্রুয়ারি মাসে।

স্থপতি: পাকিস্তানের আবুল হুসাইন থারিয়ানি।
বায়তুল মোকাররম মসজিদ নির্মাণে প্রধান প্রকৌশলী ছিলেন: মনিরুল ইসলাম।
কর্মতত্ত্বাবধানে ছিলেন: আবুল হুসাইন থারিয়ানির পুত্র টি আব্দুল হুসেন থারিয়ানি।

নির্মাণ কাজ শুরু হয়: ২৭ জানুয়ারি ১৯৬০। মোটামুটি শেষ হয় ১৯৬২ সালে। তবে সুসম্পন্ন হয় ১৯৬৮ সালে।

আরও পড়ুন : মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের সীমানা, সদর দপ্তর ও সেক্টর কমান্ডারদের নাম

নামাজ শুরু হয়: ২৫ জানুয়ারি ১৯৬৩।
প্রথম জুমার নামায অনুষ্ঠিত হয়: ২৫ জানুয়ারি ১৯৬৩।
প্রথম তারাবীর নামায অনুষ্ঠিত হয়: ২৬ জানুয়ারি ১৯৬৩।

বায়তুল মোকাররমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়: ২৭ জানুয়ারি ১৯৬০।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন: পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান।

মসজিদ কমপ্লেক্সটির মোট জমির পরিমাণ: ৮.৩০ একর।
মসজিদ ভবন সর্বমোট ৮ তলা। মসজিদ হিসেবে ব্যবহৃত হয় ৬ তলা।
২৮ মার্চ ১৯৭৫ থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করেছে।

মুসল্লির ধারণক্ষমতা: ৪০,০০০।
আয়তন: ২৬৯৪.১৯ বর্গ মিটার।
সব্বোর্চ গম্বুজের উচ্চতা: ৩০.১৮ মিটার।

⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

বাংলাদেশের প্রথম সরকারি মসজিদ: বায়তুল মোকাররম।
জাতীয় মসজিদ ঘোষণা করা হয়: ২৪ মার্চ ১৯৮২ সালে।

খতীবগণের নাম যথাক্রমে- মাওলানা আবদুর রহমান (১৯৬৩), মাওলানা ক্বারি উসমান মাদানি (১৯৬৩-১৯৬৪), মাওলানা সায়য়েদ আমিমুল ইহসান (১৯৬৫-১৯৭৪), মুফতি আবদুল মুঈজ (১৯৭৪-১৯৮৪), মাওলানা উবায়দুল হক (১৯৮৪-২০০৭), মুফতি মুহাম্মদ নূরউদ্দিন- ভারপ্রাপ্ত (২০০৭-২০০৮), মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন (১ জানুয়ারি ২০০৯ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২২)। সর্বশেষ প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন (৩১ মার্চ ২০২২ থেকে বর্তমান)।

 চাকরির প্রস্তুতির জন্য এ জাতীয় সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited