আজ ১ নভেম্বর, সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস ২০২৪। যদিও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় ১২ আগস্ট। আসুন আজকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আদ্যোপান্ত জেনে নেই …
দিবসের নাম : জাতীয় যুব দিবস।
প্রতিপাদ্য : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ (২০২৪ সালের)।
দিবস পালনের দিন : ১ নভেম্বর।
দিবসের নাম : আন্তর্জাতিক যুব দিবস।
প্রতিপাদ্য : ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’ (২০২৪ সালের)।
দিবস পালনের দিন : ১২ আগস্ট।
আরও জানুন : ইউএনপোল ডে সংক্রান্ত তথ্য
ইতিহাস : ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সে তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদ্যাপনের প্রস্তাব করা হয়। পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০০ সালের ১২ আগস্ট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।
এ সম্পর্কিত আরও তথ্য :
⇒ লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন