প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
২১ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়েছে।
আরও সরকারি চাকরির খবর : পেট্রোবাংলায় চাকরির সুযোগ
এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করে চাকরিপ্রার্থীরা। কিছুক্ষণ পর অবশ্য পরীক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
পরবর্তীতে পরীক্ষার তারিখ নির্ধারণ হলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।
⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে