আজ ১৫ অক্টোবর, বিশ্ব হাত ধোয়া দিবস। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে। চলুন এই বিশ্ব হাত ধোয়া দিবস-এর খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেই…
দিবসের নাম : Global Handwashing Day / বিশ্ব হাত ধোয়া দিবস।
প্রতিপাদ্য : ‘Why are clean hands still important?’ অর্থাৎ ‘পরিচ্ছন্ন হাত কেন এখনও গুরুত্বপূর্ণ?’ (২০২৪ সালের)।
দিবস পালনের দিন : প্রতিবছর ১৫ অক্টোবর।
ইতিহাস : ২০০৮ সালের ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে Global Handwashing Partnership-(GHP)/বিশ্ব হাতধোয়া অংশীদার (জিএইচপি) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি পালন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতিবছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন : বিশ্ব মান দিবস-এর আদ্যেপান্ত
বিশ্ব হাত ধোয়া দিবস সম্পর্কিত আরও তথ্য :
⇒ লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন