ফুল স্কলারশিপে দুই বছর মেয়াদে মাস্টার্স এবং তিন বছর মেয়াদে পিএইচডি ডিগ্রির সুযোগ দিচ্ছে হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি। যে কোনো বয়সী বিদেশী শিক্ষার্থী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন।
ডক্টরাল স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, পাবলিক পলিসি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামে প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান করে থাকে।
সম্পূর্ণ বিনাবেতনে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা যায়। প্রতি মাসে ১৩৫০ ইউরো মাসিক ভাতা (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) প্রদান করা হয়। রয়েছে স্বাস্থ্য বীমার সুবিধা।
আবেদনকারীর যোগ্যতা হতে হবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী। থাকতে হবে ইংরেজি ভাষার দক্ষতা। ইংরেজির দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে।
আরও পড়ুন : বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে প্রস্তুতি নেবেন যেভাবে
যে সব বিষয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য আহ্বান করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে- Doctor of Juridical Science / Doctor iuris, Doctor of Philosophy in Economics, Doctor of Philosophy in Business Administration, Doctor of Philosophy in Cognitive Science, Doctor of Philosophy in Comparative Gender Studies, Doctor of Philosophy in Comparative History, Doctor of Philosophy in Environmental Sciences and Policy, Doctor of Philosophy in Late Antique, Medieval, and Early Modern Studies, Doctor of Philosophy in Mathematics , Doctor of Philosophy in Network Science, Doctor of Philosophy in Philosophy, Doctor of Philosophy in Political Science, Doctor of Philosophy in International Relations, Doctor of Philosophy in Sociology and Social Anthropology.
মাস্টার্স প্রোগ্রামের জন্য-Business Analytics, Environmental Sciences and Policy, Finance, Technology Management and Innovation, Mathematics and its Applications, Business Analytics, Environmental Sciences and Policy, Technology Management and Innovation, Mathematics and its Applications, Comparative Constitutional Law, Human Rights, International Business Law, Comparative History, Cultural Heritage Studies, Critical Gender Studies, Economic Policy in Global Markets, Economics, European Women’s and Gender History (MATILDA), International Relations, The Joint European Master in Women’s and Gender Studies (GEMMA), Philosophy, Political Science, Public Policy (Mundus MAPP), Sociology and Social Anthropology with Specialization in Global and Urban Studies
আবেদনকারীকে এ সব প্রোগ্রামে আবেদনের জন্য দিতে হবে সিভি, একাডেমিক পেপারস, রেফারেন্স লেটার দুইটি, স্টেটমেন্ট অব পারপাস, রিসার্চ প্রপোজাল (পিএইচডি), আইএলটিএস অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন, আবেদন ফি ৩৫ ইউরো যা (অফেরতযোগ্য) এবং অন্যান্য পেপারস (যদি থাকে)।
প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবেদনকারীকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক: https://www.opportunitiescircle.com/central-european-university-scholarships/
→ স্কলারশিপের আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন