বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

নেদারল্যান্ডের লিডেন ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ

রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২ পঠিত
নেদারল্যান্ডের লিডেন ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ
নেদারল্যান্ডের লিডেন ইউনিভার্সিটিতে স্কলারশিপে মাস্টার্স করার সুযোগ

নেদারল্যান্ডের পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় লেইডেন ইউনিভার্সিটিতে ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইউরোপের একটি নেতৃস্থানীয় গবেষণাকেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যদিও এখানে ফুল স্কলারশিপ নেই, এতে পড়তে হলে পর্যাপ্ত পরিমাণ ব্যাংক সমক্ষমতা থাকতে হবে।

এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা- মাস্টার্স কোর্সের জন্য দেয়া প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করা, ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৭.০ হওয়া। একই সাথে প্রতিটি সেকশনে অন্তত ৬.৫ অর্জন। পর্যাপ্ত ব্যাংক সক্ষমতা।

আবেদনকারীর যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, তা হলো- ১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি। ২. একাডেমিক পেপারস। ৩. আবেদনকারীর সিভি। ৪. স্টেটমেন্ট অব পারপাস। ৫. রেফারেন্স লেটার দুইটি। ৬. আইএলটিএস স্কোর। ৭. অন্যান্য পেপারস (যদি থাকে)। ৮. ইউনিভার্সিটি আবেদন ফি ১০০ ইউরো (অফেরতযোগ্য)।

আবেদনকারীকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্ত মেনে আবেদন করতে হবে। ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্ক: https://www.universiteitleiden.nl/en/scholarships/sea/minerva-scholarship-fund

এই স্কলারশিপে বেশকিছু সুবিধা সংযুক্ত রয়েছে, সেগুলো হলো- মেধাতালিকার উপর ভিত্তি করে প্রোগ্রামে পুরো টিউশনের উপর আংশিক থেকে শুরু করে পুরো টিউশন ফি মওকুফ করবার সুবিধা রয়েছে। যদিও অন্যান্য যাবতীয় খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

আরও পড়ুন : বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে প্রস্তুতি নেবেন যেভাবে

আবেদনের বিষয়সমূহ:

1. Advanced Computing and Systems (MSc)
2. African Studies (MA)
3. Air and Space Law (Advanced LL.M.)
4. Ancient History (MA)
5. Applied Cognitive Psychology (MSc)
6. Applied Mathematics (MSc)
7. Applied Neuroscience in Human Development (MSc)
8. Artificial Intelligence (MSc)
9. Astronomy and Cosmology (MSc)
10. Astronomy Research (MSc)
11. Biodiversity and Sustainability (MSc)
12. Biology (MSc)
13. Biology and Science Communication and Society (MSc)
14. Classics and Ancient Civilizations (research) (MA)
15. Clinical Psychology (MSc)
16. Crisis and Security Management (MSc)
17. Cybersecurity Governance (MSc)
18. Cultural Anthropology and Development Sociology (MSc)
19. Cybersecurity Governance (MSc)
20. Digital Media in Human Development (MSc)
21. Education and Child Studies (MSc)
22. Economics and Governance (MSc)
23. English Literature and Culture (MA)
24. European Law (LL.M.)
25. Evolutionary Biology (MSc)
26. Global Archaeology (MA)
27. Health and Medical Psychology (MSc)
28. History (MA)
29. ICT in Business (MSc)
30. Industrial Ecology (MSc)
31. Industrial Pharmacy (MSc)
32. Intelligence and National Security (MSc)
33. International Politics (MSc)
34. International Relations (MA)
35. Linguistics (research) (MA)
36. Mathematics (MSc)
37. Media Studies (MA)
38. Molecular Genetics and Biotechnology (MSc)
39. Occupational Health Psychology (MSc)
40. Physics (MSc)
41. Population Health Management (MSc)
42. Public Administration (MSc)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited