শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডে স্কলারশিপ

স্কলারশিপ ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬৭ পঠিত
সুইজারল্যান্ডে স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকেরই পছন্দের তালিকার শীর্ষ দেশগুলো মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ফলে অনেকেই সুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার চেষ্ঠায় থাকে। তাদের জন্য সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন (ইপিএফএল) স্নাতক ও স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ফেলোশিপের সুযোগ দিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের শিক্ষার্থীরাও এ ফেলোশিপ করতে পারবেন।

সুইজারল্যান্ডের ইপিএফএল স্কলারশিপের আওতায় যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
* চারুকলা, স্থাপত্যবিদ্যা, জেনারেল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, রসায়ন, গণিত ও পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতি।
* বিএসসি, বিটেক, এমএসসি, এমটেক, বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশনস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

আরও স্কলারশিপের খবর : পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার

সুযোগ সুবিধা
* মাসিক ১ হাজার ৬০০ সুইস ফ্রাংক ভাতা দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
* আবাসনের সুবিধা প্রদান।
* ভ্রমণ ভাতা দেওয়া হবে।
* ফ্রি এয়ার টিকিটের সুবিধা প্রদান (ইকোনমি ক্লাস)।
* গবেষণা ভাতা ৩ হাজার ২০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা।

আবেদনের যোগ্যতা
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে / স্নাতক প্রোগ্রামের কমপক্ষে প্রথম বছর শেষ করতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে। তবে আইইএলটিএস বা টোফেল স্কোরের প্রয়োজনীয়তা নেই।
* কাজের অভিজ্ঞতা আছে, এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন : জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ: হামবোল্ট রিসার্চ ফেলোশিপ

প্রয়োজনীয় কাগজপত্র
* সিভি বা জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্নাতক পর্যায়ের সার্টিফিকেট ও মার্কশিট।
* দুইটি রেফারেন্স লেটার।
* মোটিভেশন লেটার।
* আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের স্ক্যানকপি।

সুইজারল্যান্ডের ইপিএফএল স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্য পেতে ও আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন : https://www.epfl.ch/education/studies/en/financing-study/grants/

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২২।

স্কলারশিপ সংক্রান্ত সব তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited