শিক্ষাপ্রতিষ্ঠানে আর করোনার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, প্রায় সব শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে আর করোনার প্রভাব পড়বে না।
১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে ইতোমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন : নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে ১০ বছরে বড় পরিবর্তন দেখতে পাবো : শিক্ষামন্ত্রী
আশা প্রকাশ করে তিনি বলেন, মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের আর কোন রকম অসুবিধা হবে না। কারণ তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।
সতর্ক করে দীপু মনি বলেন, টিকা দেওয়া থাকুক আর না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।