বিসিএস ভাইভা বোর্ডে প্রার্থীকে বিব্রত করে এমন ব্যক্তিগত প্রশ্ন, কিংবা প্রার্থীকে হেয় করার মতো প্রশ্ন এমনকি সে কোন ধর্মের অনুসারী বা কোন বিশ্বাসের অনুসারী, এমন প্রশ্ন আর করা যাবে না।
এমন বেশকিছু প্রশ্ন করা যাবে না বলে আভাস মিলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে। পিএসসি জানিয়েছে, প্রার্থীকে হেয় করা হয় এমন প্রশ্ন আর ভাইভা বোর্ডে করা হবে না। এমনকি প্রার্থী কোন ধর্ম বা বিশ্বাসের অনুসারী সে প্রশ্নও তোলা যাবে না।
পিএসসি সূত্রে জানা গেছে, প্রার্থী যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে, এ জন্য তাকে ভাইভা বোর্ডে কটাক্ষ করা হবে না। প্রশ্নের উত্তর বলতে না পারলে তিরস্কার করা যাবে না, প্রশ্নের উত্তর কী হবে সেটাও বলে দেয়া যাবে না। প্রার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করা যাবে না, ‘আপনি’ করে সম্বোধন করতে হবে। ভাইভা বোর্ডের পরিবেশ স্বাভাবিক রাখতে হবে।
পিএসসির এক সভায় এসব বিষয়ে আলাপ হয়েছে সম্প্রতি। সভায় উপস্থিতজনরা জানিয়েছেন, প্রার্থী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার ধর্ম কি, তার বাড়ি কোথায় এমন প্রশ্ন করা উচিত হবে না। প্রার্থীর প্রতি কোনো সদস্যের ইতিবাচক বা নেতিবাচক মনোভাব প্রকাশ পায় এমন প্রশ্ন করা যাবে না। প্রার্থীর ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তরে তার প্রতি প্রভাব বিস্তার করে এমন প্রশ্নও করা যাবে না।
আরও পড়ুন : চাকরির ইন্টারভিউতে যা করা যাবে / যাবে না
ভাইভা বোর্ডে প্রার্থীর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে হবে, যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এরকম স্বাভাবিক পরিবেশ তৈরি করে প্রার্থীর জ্ঞান ও জানার পরিধি জানতে হবে। এমন প্রশ্ন করা যাবে না, যাতে প্রার্থী ঘাবড়ে গিয়ে স্বাভাবিক পরিবেশ ব্যহত হয়।
প্রার্থীর জন্মস্থান, জেলা, ধর্ম নিয়ে প্রশ্ন করা হলে ভাইভা বোর্ডের পরীক্ষক প্রভাবিত হতে পারেন, আর তাই এমন প্রশ্ন করা যাবে না বলে জানানো হয় পিএসসি’র সভায়।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছেন, পিএসসিকে এমন একটি স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, যেখানে কোনো বিতর্ক তৈরি না হয়। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে সবার কাছে গ্রহণযোগ্য করতে ভাইভা বোর্ডে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।