সম্প্রতি বেশকিছু পদে জনবল নিয়োগ দিচ্ছে বিসিএস (কর) একাডেমি। ১৫ ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আগামী ৩১ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে বিসিএস কর একাডেমিতে চাকরিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। ১১তম গ্রেডে এ পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে।
স্টোরকিপার পদে ১জন নিয়োগ দেওয়া হবে। ১১তম গ্রেডে এ পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন হতে হবে আবেদনকারী প্রার্থীকে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
ল্যাঙ্গুয়েজ ল্যাব অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে ১জনকে। এই পদে গ্রেড ১৩ এবং বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। এ পদে আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। এছাড়া থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা ১জন। ১৩তম গ্রেডে এই পদের বেতন হবে ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
⇒ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে চাকরি
মেডিকেল সহকারি পদে নিয়োগ দেওয়া হবে ১জন। ১৩তম গ্রেডে বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীর যোগ্যতা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অ্যাকাউন্ট্যান্ট পদে ১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড ১৩ এবং বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীর যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
ব্যক্তিগত সহকারি পদে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে ১জনকে। যোগ্যতা অনুযায়ী বেতন স্কেল হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীর যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ হবে ১৮জনের। ১৪তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১০,২০০-২৪,৬৮০ টাকা। যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
ক্যাশিয়ার পদে ১৪তম গ্রেডে নিয়োগ হবে ১জন। যোগ্যতা অনুযায়ী এই পদের বেতন স্কেল হবে ১০,২০০-২৪,৬৮০ টাকা। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
→ শ্রম মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ
উচ্চমান সহকারি পদে ১৪তম গ্রেডে ১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এই পদের বেতন নির্ধারণ করা হয়েছে ১০,২০০-২৪,৬৮০ টাকা। প্রার্থীর যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স পাস হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ডরমেটরি অ্যাটেনডেন্ট পদে নিয়োগ হবে ২জন। ১৮তম গ্রেডে এই পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৮,৮০০-২১,৩১০ টাকা। প্রার্থীর যোগ্যতা এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ডরমেটরি বা আবাসিক হোটেলে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
হাউসকিপার পদে ১৮তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে ৪জনকে। এই পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান পাস। থাকতে হবে হাউসকিপার হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
ক্লাসরুম অ্যাটেনডেন্ট পদে ২জনকে ১৮তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এই পদে প্রার্থীর বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৮,৮০০-২১,৩১০ টাকা। এই পদে প্রার্থীর যোগ্যতা এসএসসি বা সমমান পাস। প্রার্থীকে প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে ১৮তম গ্রেডে ১জনেকে নিয়োগ দেওয়া হবে। এই পদে প্রার্থীর বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। প্রার্থীর যোগ্যতা এসএসসি বা সমমান পাস। এছাড়া লাইব্রেরি অ্যাটেনডেন্ট হিসেবে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক পদে ১৩জনকে গ্রেড ২০-এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
এ সব পদে প্রার্থী হতে হলে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর, ২০২২তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর হলেই চলবে। ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও এ সব পদে আবেদন করা যাবে। বিভাগীয় প্রার্থীদের ৮ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীরা http://bcsta.teletalk.com.bd/home.php -এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন: http://www.bcstaxacademy.gov.bd/sites/default/files/files/bcstaxacademy.portal.gov.bd/notices/446887d4_1d70_447e_a0b0_9d60bd01ffaf/2023-01-08-06-42-32df69244c5e907d20f55b37a6e51361.pdf
⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে