শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে চাকরির সুযোগ

জব ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৬ পঠিত
নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে। ২০২৩বি ব্যাচে এসব লোকবল নিয়োগ দেবে সরকারি এই বাহিনীটি।

পদের নাম : ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
পদের সংখ্যা : অনির্ধারিত
যোগ্যতা : নেভাল আর্কিটিকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি।
বয়সসীমা : ২৮ বছর।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

পদের নাম : সাপ্লাই শাখা (পুরুষ ও মহিলা)
পদের সংখ্যা : অনির্ধারিত
যোগ্যতা : বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে স্নাতক/বিবিএ।
বয়সসীমা : ২৮ বছর।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

পদের নাম : শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা)
পদের সংখ্যা : অনির্ধারিত
যোগ্যতা : বাংলা/ইংরেজি/পদার্থ/গণিত/রসায়ণ/মনোবিজ্ঞান/আইন বিষয়ে স্নাতক (সম্মান)।
বয়সসীমা : ৩০ বছর।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত।

আরও সরকারি চাকরির খবর : একাধিক পদে শিল্পকলা একাডেমিতে চাকরি

পদের নাম : শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা
পদের সংখ্যা : অনির্ধারিত
যোগ্যতা : সিভিল/আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা : ৩০ বছর।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত।

শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি বুকের মাপ স্বাভাবিক ৭৬ সেমি ও সম্প্রসারিত ৮১ সেমি। নারীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাকি ৭১ সেমি, সম্প্রসারিত ৭৬ সিমি।

বেতন : সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

আবেদনের নিয়ম : বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে চাকরিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য https://joinnavy.navy.mil.bd এই লিংকে ক্লিক করুন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২৩।

 সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited