শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

পুলিশের কনস্টেবল পদে চাকরি, যোগ্যতা এসএসসি

জব ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ পঠিত
পুলিশের কনস্টেবল পদে চাকরি, যোগ্যতা এসএসসি

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের কনস্টেবল পদে চাকরিতে আবেদনের জন্য ২৮ ডিসেম্বর ২০২২-এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সেই সাথে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীর ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না।

যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ পেতে হবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ পর্যন্ত যাদের বয়স ২০ হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীর উচ্চতা নূন্যতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসী কোটার নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া: পুলিশের কনস্টেবল পদে চাকরিতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইন এ http://police.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। http://police.teletalk.com.bd/trc/options/help.php এই লিংকে আবেদন প্রক্রিয়ার প্রাথমিক তথ্য পাওয়া যাবে, সহায়ক হিসেবে https://www.youtube.com/watch?v=5B8U08kVoCU&feature=youtu.be এই লিংকে রয়েছে ফরম পূরণের নির্দেশনা সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল। এছাড়া আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে http://police.teletalk.com.bd/trc/application.php এই লিংকে।

আরও সরকারি চাকরির খবর : কারা অধিদপ্তরে চাকরি, ২ পদে নেবে ৩৮৩ জন

বেতন-ভাত ও অন্যান্য সুবিধা: প্রশিক্ষণ শেষে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ প্রার্থীকে বিদ্যমান ১৭তম গ্রেডে (৯,০০০-২১,৮০০) বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হবে। সুপারিশকৃত প্রার্থীকে শিক্ষানবিশ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করতে হবে। সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল পূর্ণ হলে কনস্টেবল পদে চাকরিতে স্থায়ী করা হবে। এছাড়া নিয়ম অনুযায়ী পুলিশ বাহিনীর উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়ার সুযোগ রয়েছে।

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

পুলিশে চাকরির খবর : একাধিক পদে হাইওয়ে পুলিশে চাকরি

সাবধানতা: আবেদনের প্রক্রিয়ায় কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

 সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে

2 thoughts on "পুলিশের কনস্টেবল পদে চাকরি, যোগ্যতা এসএসসি"

  1. MD Shahin hossen says:

    আমি চাকরি করবো

  2. MD Shahin hossen says:

    আমি চাকরি করতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited