ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। ছয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে মোট ১০৩ জনকে। আগ্রহীদের আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।
সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ০৩জনকে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা। প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। এছাড়া সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪জনকে নিয়োগ দেওয়া হবে। ১১০,২০০-২৪,৬৮০ টাকা বেতন স্কেলে ১৪তম গ্রেডে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা হতে হবে স্নাতক পাস। প্রার্থীকে সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৩জনকে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা। যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। এছাড়া প্রার্থীর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে ২৪ জনকে ১৬তম গ্রেডে ও ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
আরও সরকারি চাকরির খবর: বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৪৫জনকে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে প্রার্থীকে। অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট এপ্টিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
রেকর্ড কীপার পদে ৪জনকে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
আবেদনকৃত প্রত্যেক প্রার্থীকে ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং কোটায় ৩২ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদের http://dip.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
পুরো বিজ্ঞপ্তি দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন
http://dip.gov.bd/sites/default/files/files/dip.portal.gov.bd/notices/e193a621_db97_4376_926b_6252301eeaa4/2022-12-26-07-16-3cfc878d54999bdcf3f1b9c9feb489ce.pdf
⇒ সর্বশেষ চাকরির খবর জানতে ক্লিক করুন এখানে