বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

একাধিক পদে লোক নিচ্ছে নিউজবাংলা

জব ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৯৪ পঠিত
একাধিক পদে লোক নিচ্ছে নিউজবাংলা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম একাধিক পদে লোক নিচ্ছে।

* পদের নাম: সিনিয়র সাব-এডিটর
যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা : ৫ বছর।

* পদের নাম: সাব-এডিটর
যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা : ২ বছর।

* পদের নাম: সোশ্যাল মিডিয়া এডিটর
যোগ্যতা: স্নাতক।
অভিজ্ঞতা : বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট পোস্ট ও ম্যানেজ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া গ্রাফিক্যাল কনটেন্ট (ফটোশপ ও ক্যানভা ব্যবহার করে) বানানোর দক্ষতা থাকতে হবে।

* পদের নাম: মোশান গ্রাফিক্স ডিজাইনার
যোগ্যতা: স্নাতক। নিউজসংশ্লিষ্ট মোশান ও স্ট্র্যাটিক গ্রাফিক্সে (স্টিং, সেট ডিজাইন, ব্যানার, গ্রাফিক্যাল প্রোমোশনাল) দক্ষতা থাকতে হবে। নিউজসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আরও চাকরির খবর : দৈনিক সমকাল পত্রিকায় চাকরির সুযোগ

আবেদনের নিয়ম : নিউজবাংলায় চাকরিতে আগ্রহী প্রার্থীরা ই-মেইল (hr@newsbangla24.com) আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ : ২০ অক্টোবর ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited