শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

ইউএনপোল ডে সংক্রান্ত তথ্য

কারেন্ট মেমোরি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩১ পঠিত
ইউএনপোল ডে সংক্রান্ত তথ্য

৩০ অক্টোবর রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড নেশনস পুলিশ ডে মানে ইউএনপোল ডে-২০২২। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করা হয়েছে। ইউএনপোল ডে সংক্রান্ত সব তথ্য জেনে নেই …

দিবসের নাম: ইউনাইটেড নেশনস পুলিশ ডে/ইউএনপোল ডে – ২০২২
দিবসটি পালনের তারিখ: ৩০ অক্টোবর ২০২২
দিবসের আয়োজক : জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন ও বাংলাদেশ পুলিশ (২০২২)।
দিবসটি আয়োজনের লক্ষ্য: জাতিসংঘ সদর দপ্তরের পুলিশ ডিভিশন ‘ইউএনপোল ডে’ উদযাপনের মাধ্যমে বিশ্বব্যাপী ইউনাইটেড নেশনস ট্রেনিং আর্কিটেকচার প্রোগ্রাম এবং আন্তর্জাতিক পুলিশিংয়ের জন্য কৌশলগত গাইডেন্স ফ্রেমওয়ার্কের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের পুলিশিং কার্যকারিতা বৃদ্ধি ও প্রমিত পদ্ধতির করার বিষয়ে পুলিশ পাঠানো সদস্য রাষ্ট্র ও পিসিকিপিং প্রশিক্ষকদের অবহিত করে থাকে।

ইউএনপোল ডে সংক্রান্ত আরও তথ্য

* ২০১৮ ও ২০১৯ সালে নিউজিল্যান্ড এবং পেরুতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টারস (আইএপিটিসি)-এর বার্ষিক সম্মেলনের আগের দিন ‘ইউএনপোল ডে’ আয়োজন করা হয়।
* চলতি বছর আইএপিটিসির ২৬তম বার্ষিক সম্মেলন ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)- অনুষ্ঠিত হবে।
* ‘ইউএনপোল ডে-২০২২’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

 লেখাপড়া ও চাকরি সংশ্লিষ্ট সাম্প্রতিক সকল তথ্য পেতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ধরনের আরও সংবাদ
© Current Memory 2022 - 2023
Designed by BLACK iz Limited