তথ্য মন্ত্রণালয়ের অধিকৃত প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী ৬ষ্ঠ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স।
এ কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এসএসসি ও সমমান শিক্ষাগত যোগ্যতোর যে কেউ অনুর্ধ্ব ৫০ বছর বয়সীরা এ কোর্সে আবেদন করতে পারবে। সেখান থেকে ২০ জন সুযোগ পাবে।
দেশের বরেণ্য চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ও শিক্ষকমন্ডলী দ্বারা অভিনয়ের কলাকৌশল, অ্যাকটিং মেথড, অভিনয়-সংগীত ও স্বর-সাধনা, চিত্রনাট্য পাঠ ও অভিনয়ের ধারাবাহিকতা, চরিত্র বিশ্লেষণ, থিয়েটার-টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ের তুলনামূলক প্রকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রত্যেকে একটি কাহিনীচিত্রে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রশিক্ষণ প্রাপ্ত অভিনয়শিল্পীদের নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে (অভিনয়ে দক্ষতা ও চরিত্রের বিবেচনায়)।
ছুটির দিন বাদে ক্লাস হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা। ২ মাসব্যাপী ৬০টি অধিবেশন ও এক মাস ব্যাপী রিহার্সেল ও শুটিং হবে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় যথাসময়ে পৌঁছাতে হবে। নাম, পিতা ও মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, মুঠোফোন নম্বর, ই-মেইল প্রভৃতি তথ্যাদিসহ জীবন-বৃত্তান্ত দিতে হবে।
২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি।
৩ নভেম্বর সকাল ১০টায় বিসিটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বাছাই পরীক্ষা। লিখিত অথবা মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীদের ৫০০০ টাকা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশণ ইনস্টিটিউট এর অনুকুলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। ক্লাস শুরু হবে আগামী ১৫ নভেম্বর।