বিদেশি শিক্ষার্থীদের ইচ্ছেমতো কাজের অনুমতি দিয়েছে কানাডা সরকার। উত্তর আমেরিকার এই দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের কাজের ওপর সকল নিয়ন্ত্রণ উঠিয়ে দেয়া হয়েছে। ফলে বিদেশি শিক্ষার্থীরা এখন তাদের ইচ্ছেমতো কাজ করতে পারবে।
সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন কানাডার ইমিগ্রেশন ও সিটিজেনশিপ মন্ত্রী শন ফ্রেশার। তিনি জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
অতীতে শিক্ষাবর্ষ চলাকালে ক্যাম্পাসের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারতো বিদেশি শিক্ষার্থীরা। এখন আর থাকছে না সেই বিধি নিষেধ। তারা যত ঘণ্টা খুশি কাজ করতে পারবে।
মন্ত্রী শন ফ্রেশার বলেন, চাহিদা অনুসারে বিভিন্ন খাতে কর্মী সংকট কাটানোর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কানাডিয়ান অভিজ্ঞতার সুযোগ দেবে।
জানা গেছে, শুধুমাত্র ২০২২ সালেই কানাডায় ৪ লাখ ৩০ হাজারেরও বেশি অভিবাসীকে স্থায়ী বাসিন্দা (পিআর) হিসেবে আমন্ত্রণ জানানো হবে। আর ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে হবে ৪ লাখ ৫০ হাজার।
অপরদিকে উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। তাই এই দেশটি বর্তমানে অভিবাসীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য।